চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকেন তার সৃষ্ট কর্ম ও সততার প্রতিচ্ছবিতে। মেয়র বলেন, মো. নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। আজকের এই শোকসভায় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, তিনি কেবল একজন সহকর্মী ছিলেন না, ছিলেন একজন আদর্শের বাতিঘর।
টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২১ মে ২০২৫) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ ও যমুনা টেলিভিশন চট্টগ্রাম অফিসের ডেপুটি ইনচার্জ মোহাম্মদ তারেক। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন।
টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিটি মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, রবিউল হোসেন টিপু সহ টিসিজেএ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজেএ সাবেক সহ-সভাপতি মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।
জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।