নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২৪ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে কাল। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৯টি দল। দলগুলো হচ্ছে আগ্রাবাদ মাস্টার্স, লিজেন্ড ক্রিকেট ক্লাব, রিলায়েন্স স্পোর্টস, চিটাগাং রয়্যালস, চিটাগাং মাস্টার্স, চিটাগাং ইউনাইটেড, নাইনটিজ উইলো, ট্রিপল এস মাস্টার্স এবং ওল্ড ব্রাইট এসোসিয়েশন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আম্বিয়া গ্রুপ। কো স্পন্সর বিএনও লুব্রিকেশন্স। বন্দর স্পোর্টস কমপ্লেঙ মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি এবং জার্সি উম্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি তৌফিকুল ইসলাম বাবু এবং বিএনও লুব্রিকেন্টস লি. এর জেনারেল ম্যানেজার ড. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা আবদুল হাই জাহাঙ্গীর। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু, ক্লাবের কর্মকর্তা জিয়াউর রহমান রানা, শাহ পরান নিশান, আইনুল কবির জিতু, ফারুখ টিটু সহ সাবেক ক্রিকেটাররা। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক যাহেদুর রহমান। পরে লটারির মাধ্যমে দলগুলোর গ্রুপিং নির্ধারন করা হয়। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে নাইনটিজ উইলোস এবং আগ্রাবাদ মাস্টার্স। দুপুর একটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং রয়্যালস এবং চিটাগাং মাস্টার্স। প্রতি শুক্রবার এবং শনিবার টুর্নামেন্টের খেলাসমূহ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহরের মাঠগুলো সংস্কারের জন্য সরকার কাজ করে যাচ্ছে। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও চেষ্টা করছে খেলার মাঠগুলো সংস্কার করে সেগুলোকে খেলার উপযোগী করে তুলতে যাতে ছেলেরা খেলতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেটে সাউদার্ন ইউনিভার্সিটি কোয়ার্টার ফাইনালে
পরবর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগের উদ্বোধন