৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ ফেব্রুয়ারি নাসিরাবাদ জাকির হোসেন বাই লেইন কমিশনার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. নুরুল আনোয়ার চৌধুরী বাহার উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন। এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী সম্পাদক মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সুনীল সরকার, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শাহাজাহান সুফী, আবু সাঈদ সুমন, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মশিউর রহমান রোকন, মো. সেলিম, মো. মোরশেদ আলম, এম কে আলম বাসেত, মোতালেব সরকার, মো. কামাল হোসেন, মো. ফরিদ, মো. আসাদ ও ফোরকান। প্রেস বিজ্ঞপ্তি।