বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে নাসিরাবাদ সরকারী বালক বিদালয় এবং হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ। গতকাল মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ সরকারী বালক বিদ্যালয় ৫৩ রানে পরাজিত করে সানশাইন গ্রামার স্কুলকে। চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ ১২৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে নাসিরাবাদ সরকারী বালক বিদ্যালয়। ওপেনার আবু বক্করের ৩৪ বলে ৪৮ এবং তাফসিদুল আলমের ৪৮ বলে ৫৭ রানের উপর ভর করে ২০.৩ ওভারে ১৩৪ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছে ১৫ রান করা তাসিন। বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। সানশাইন গ্রামার স্কুলের পক্ষে ৪টি উইকেট নিয়েছে ইব্রাহিম। ২টি করে উইকেট নিয়েছে হামজা এবং মুনতাসিম। জবাবে ব্যাট করতে নামা সানশাইন গ্রামার স্কুল ১৭.৩ ওভারে মাত্র ৮১ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান আসে অতিরিক্ত থেকে। তিনজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন আহনাফ ১০, ওয়াহিদ ১৫ এবং মেহরাব ১১। নাসিরাবাদ সরকারী বালক বিদ্যালয়ের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছে আশরাফুল এবং নাহিয়ান। ২টি উইকেট নিয়েছে আফফান। বিজয়ী দলেল তাফসিদুল আলম ম্যাচ সেরা নির্বাচিত হয়।
বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ। দুই ওপেনার ভাল শুরু করার পর জুনায়েদের ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংসের উপর ভর করে ৩৫.৪ ওভারে ২০৪ রান সংগ্রহ করে হাজেরা–তজু স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে অন্যান্যের মধ্যে ফারহান ৩৭, কাইয়ুম ২৪, অভি ২৭ এবং ফাহিম করে ১৩ রান। চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নিয়েছে আদিল। একটি করে উইকেট নিয়েছে আতিকুল, আকিবুল, সাদমান, রবিউল এবং আশরাফুল। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান ২০৩ ওভারে ৭৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আরশাদুল ২৮ এবং আদিল ২৭ ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের পক্ষে ৩টি উইকেট নিয়েছে এরশাদ। ২টি উইকেট নিয়েছে আজমাইন। একটি করে উইকেট নিয়েছে ফয়সাল, জিসান এবং জুনায়েদ। বিজয়ী দলের জুনায়েদ কালাম ম্যাচ সেরা নির্বাচিত হয়।