নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিকে র্যাংকস এফসি প্রপার্টিজ নতুন অত্যাধুনিক বহুতল বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাণ করবে। এই উপলক্ষে সমপ্রতি প্রতিষ্ঠানটির আগ্রাবাদস্থ করপোরেট হেডকোয়ার্টারে প্রকল্পটির ভূমি মালিক জামাল উদ্দীন আহমেদের সাথে এই চুক্তি এবং রেজিস্ট্রার্ড আমমোক্তার নামা সম্পন্ন হয়।
এ সময় র্যাংকস এফসি প্রপার্টিজের পক্ষে এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন, ডিজিএম শফিউল আলম জুয়েল ( বিজনেজ ডেভলপমেন্ট), এজিএম মোহাম্মদ রায়হান ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্পটিতে ১২ কাঠা জমিতে বিলাসবহুল ২০টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে র্যাংকস এফসি। ফেয়ার ফেস ফাছাদ, দুটো হাইস্পিড ইউরোপিয়ান লিফট, ফুল হাইজ ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, ফাইভ স্টার লাউঞ্জ, সুইমিং পুল, ইকুইপড জিমনেসিয়াম, ভার্টিকেল গ্রিন, রুফ টপ গার্ডেন, ভূগর্ভস্থ পার্কিং, রিনিউয়েবল এনার্জির ব্যবহার সহ পরিপূর্ণ একটি গ্রীণ ভবন হিসেবে দাঁড়াবে এই প্রকল্পটি। প্রকল্পটির আর্কিটেকচারাল ডিজাইন করছে র্যাংকস এফসির অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস।