নাসিরাবাদে কনকর্ড মুইন স্কয়ার শপিং মল উদ্বোধন

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামে উদ্বোধন হয়েছে কনকর্ড গ্রুপের আধুনিক ও সুপরিকল্পিত কনকর্ড মুইন স্কয়ার শপিং মল। গতকাল ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর প্রবর্তক মোড় সংলগ্ন নাসিরাবাদে কেক কেটে ও বেলুন উড়িয়ে এই শপিং মলের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শপিং মলের ব্যবসায়ীবৃন্দ, কনকর্ড কর্তৃপক্ষ, ভূমি মালিক ও শো বিজ অঙ্গনের তারকা অভিনেত্রী তানজিন তিশা।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কনকর্ড মুইন স্কয়ার শপিং মলটি শুধুমাত্র একটি বাণিজ্যিক স্থাপনা নয়; বরং এটি চট্টগ্রামের আধুনিক নগর পরিকল্পনার একটি উল্লেখযোগ্য মাইলফলক। শপিংমল এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নগরের পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

ভূমি মালিক এই শপিংমলের নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সকল দোকান মালিকের উত্তরোত্তর ব্যবসায়িক সফলতা কামনা করেন। কনকর্ড কর্তৃপক্ষ নির্মাণ প্রতিষ্ঠান হিসাবে ৫০ বছরের বেশী সময়ের মান সম্পন্ন নির্মাণ বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে এই শপিং মলের বিস্তারিত সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকর্ড মুইন স্কয়ার শপিং মলের ভূমি মালিক কাজী গোলাম মুঈন উদ্দিন ফারুখ, কনকর্ড রিয়েল এস্টেট ডিভিশনের পরিচালক আনোয়ারুল হক, কনকর্ড হেড অব ফয়সাল ইসলাম, কনকর্ড মুইন স্কয়ারের অ্যাডহক কমিটির সেক্রেটারি কামরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই আবার নবরূপে ফিরে এসেছে : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধডাক্তার ছাড়াই ডেলিভারি, নবজাতকের মৃত্যুর অভিযোগে হট্টগোল