নাসিমের ছেলে তমালের যুক্তরাষ্ট্রে ১২ ফ্ল্যাট, ২ বহুতল ভবন : দুদক

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রে ১২টি ফ্ল্যাট ও দুটি বহুতল ভবন থাকার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশনদুদক। দুদক বলেছে, তাদের তদন্তে তমালের নামে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ২৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং তিনটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক ও অবৈধ লেনদেনের তথ্য মিলেছে। গতকাল বৃহস্পতিবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে বলে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। খবর বিডিনিউজের।

ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমাল মনসুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর তথ্য দিয়েছে দুদক। সে সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক। এছাড়া নিউ ইয়র্কের জ্যামাইকায় রিয়েল এস্টেট বিজনেস, জ্যামাইকার আফতাব স্কাই ভিউ কনডোমোনিয়াম টাওয়ারে ১২টি অ্যাপার্টমেন্ট ও চারটি পার্কিং স্পেস ক্রয় ও বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তমাল মনসুর আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের মেজ ছেলে। তার আরেক ছেলে তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ১ আসনের সাবেক সংসদ সদস্য।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যামাইকা স্ট্রিটের আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালের ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে। এসব সম্পত্তির বাজারমূল্য ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ৭৭ টাকা ধরে)। এছাড়া, স্ট্রিট বিটুইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন রয়েছে, যেগুলোর বাজারমূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা বলে দুদকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন
পরবর্তী নিবন্ধজিকে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড, মা খালাস