নাসিমুল গণি স্মরণসভা

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাসিমুল গণির স্মরণসভা গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামীম ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন চাকসুর সাবেক ভিপি এসএম ফজলুল হক, সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, প্রফেসর ড. ছিদ্দিক আহমদ চৌধুরী, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, প্রফেসর ড. ভূঁইয়া মনোয়ার কবির, অশোক সাহা, মাহফুজুল হক চৌধুরী, নূরউলআরশাদ চৌধুরী। বক্তব্য রাখেন ছৈয়দ ছগীর আহমদ, সাইফুদ্দীন সাকি, এসএম জাকের হোসাইন, দীপংকর চৌধুরী কাজল, শাহজাহান চৌধুরী, নাজিম উদ্দিন শ্যামল, অধ্যাপক শামসুদ্দীন শিশির, মহিউদ্দিন বাদল, নাসির হায়দার করিম বাবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, নাসিমুল গণি অসম্ভব একজন কর্মোদ্যোগী, সাহসী, ত্যাগী ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর বিজ্ঞান মনষ্ক মুক্তচিন্তা জীবন সংগ্রামের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর আইনজীবী-২০১৭ তম ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার ছিলেন আলোকিত সমাজ সংস্কারক