সমাজ চিন্তক, রাজনীতিক ও সংগঠক নাসিমুল গণি (৬১) গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন(ইন্না…রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তাঁর নামাজে জানাজা আজ বাদে জোহর লাভলেনস্থ আবেদীন কলোনী মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে মিসকিন শাহ কবরস্থানে দাফন করা হবে। ’৮০ দশকে তিনি চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে বামপন্থী ছাত্র রাজনীতির সম্পৃক্ত হন। পরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত হন।
তিনি সমাজ অধ্যয়ন কেন্দ্র গড়ে তোলেন। নাসিমুল গণি প্রতিষ্ঠাকালে যুক্ত ছিলেন এফএম রেডিও টুডের সাথে। পেশাগত জীবনে তিনি ব্যাংকার। ছিলেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাসদ (ইনু) মহানগর সভাপতি কবি অভীক ওসমান, অধ্যাপক সলিমুল্লাহ খান, রাজনীতি বিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামিম, সিইউ ফ্রেন্ডস গ্রুপের প্রতিষ্ঠাতা সরোয়ার হোসেন আজিজ, কবি ইউসুফ মুহম্মদ, কয়েন স্ট্যাম্প কালেক্টর এ এফ এম ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।