নাসায় যাচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীরা

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৪০ সদস্যের একটি দল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসা ভ্রমণের উদ্দেশ্যে আগামীকাল ২৮ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে। প্রতিনিধি দলে ছাত্রছাত্রীদের সাথে স্কুলের চারজন শিক্ষক রয়েছেন।

যুক্তরাষ্ট্র সফরকালে তারা নাসায় এস্ট্রোনট ট্রেনিং, গ্রেভিটি ও লঞ্চিং ট্রেনিং, এমআইটিতে রোবটিঙ ওয়ার্কশপে অংশগ্রহণ করবে। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ডিজনি ওয়ার্ল্ড, ইউনিভার্সেল স্টুডিও, নায়াগ্রা জলপ্রপাত, এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অব লিবার্টি, জাতিসংঘ সদর দপ্তরসহ নিউইয়র্ক শহরের গুরুত্বপূর্ণ জায়গা ভ্রমণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা, আহত ১৫
পরবর্তী নিবন্ধবই পড়ার ওপর গুরুত্বারোপ