নাশকতার মামলায় নগর স্বেচ্ছাসেবক দলনেতা কারাগারে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ২:৪০ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রকাশ জিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার অতিরিক্ত মহানগর হাকিম আবদুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে জিয়াউর রহমান প্রকাশ জিয়া উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। ২০২১ সালের মার্চ মাসে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধহাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন নিপুণ
পরবর্তী নিবন্ধসিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে