নাশকতার মামলায় ছাত্রশিবিরের দুই

নেতা গ্রেপ্তার আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো ছাত্রশিবিরের উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সভাপতি আরিফ আলী মুরাদ (২২) ও সাথী পর্যায়ের সদস্য শাহরিয়ার ইয়াছিন (৩৩)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন ২০২১ সালের ফেব্রুয়ারিতে নগরীতে সংঘটিত নাশকতার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৩ সরকারি কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব
পরবর্তী নিবন্ধ৫ সেকেন্ডেই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন