আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের পিলখানা ও বিবিরহাট খ্রিষ্টান কবরস্থান রোডের বাসিন্দা। পুরো চট্টগ্রাম সিটি কর্পোরশনের মধ্যে এটি একটি অবহেলিত এলাকা। দীর্ঘদিন ধরে এই এলাকার নালানর্দমার ময়লা আবর্জনা পরিষ্কারের ব্যাপারে সিটি কর্পোরেশনের উদাসীনতা লক্ষ্য করা গেছে। বিগত ৭/৮ বছর এ সব এলাকায় নিয়মিত নালা নর্দমার পরিষ্কার করা হয়নি। অভিযোগ করলেও পরিষ্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান ডেঙ্গুর প্রকোপ চারদিকে বেড়ে চলেছে। অথচ আমাদের এলাকার নালা নর্দমার ময়লা আবর্জনার পরিষ্কারের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গত কোরবানী ঈদে খ্রিষ্টান কবরস্থান রোডে অর্থাৎ বশর মার্কেটে ছাগলের হাট বসানো হয়েছিল। বশর মার্কেটের ড্রেনগুলো কাঁঠাল পাতা ও ডাল সহ যাবতীয় ময়লা আবর্জনা দিয়ে স্তূপ হয়ে যায়। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সিটি কর্পোরেশন উদা্সীনতার মনোভাব পোষণ করেন। নামে বশর মার্কেট, পুরো এলাকা এখন আবাসিক। এখানকার বাসিন্দাদের ছাগল হাটের কারণে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। যদিও বা কর্পোরশনের পরিচ্ছন্ন কর্মী দীর্ঘদিন পর আসে, তারা ময়লাগুলো তুলে ড্রেনের পাশে রেখে যায়, এগুলো অপসারণ করা হয় না, ফলে ময়লাগুলো পুনরায় ড্রেনে পড়ে যায়। বর্তমানে বশর মার্কেটের ড্রেনের অবস্থা বেহাল। ময়লা আবর্জনার কারণে পানি অপসারণ হচ্ছে না। ফলে বাসাবাড়িতে পানি ঢুকে যায়। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সু–দৃষ্টি কামনা করছি।
মোশাররফ হোসেন রোটন
বশর মার্কেট, বিবিরহাট, চট্টগ্রাম।