নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়ায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে অভিযানকালে পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়া সড়কের পাশে নালার জায়গায় গড়ে উঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে নালার জায়গা দখলমুক্ত করা হয়। অভিযনে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।