নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার নালায় বিকট শব্দে জমাটবদ্ধ গ্যাস বিস্ফোরণে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিস্ফোরণে প্রায় আড়াইশ গজ ফুটপাতের স্ল্যাব ভেঙে গেছে। এসময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজাদীকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গ্যাস লিকেজ এবং আবর্জনা থেকে উৎপন্ন জমে থাকা বায়োগ্যাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আট ঘণ্টা পর রাত ১১টার দিকে গ্যাসের সংযোগ চালু হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অদূরে গ্যাসের পাইপ লাইনের কাজ চলছিল। এর আগে থেকেই গ্যাসের একটি পাইপে লিকেজ ছিল। কিন্তু নালার উপরে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে ফুটপাতের ওপরে স্ল্যাব এবং তার ওপরে টাইলস করে দেওয়ায় নালাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গ্যাস লাইন মেরামতের সময় কিছু অংশ খুলে যাওয়ায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে ভেবেছিল ভূমিকম্প হয়েছে। পরে প্রকৃত অবস্থা দেখে তারা আরো বেশি আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।
স্থানীয় বাসিন্দা বাপ্পি আজাদীকে বলেন, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের দুপাশের ফুটপাত বিস্ফোরণে ভেঙে দেবে যায়। এছাড়া মাজার থেকে শিব মন্দির পর্যন্ত প্রায় আড়াই গজ ফুটপাতে ফাটল ধরে। বিস্ফোরণে মালঞ্চ নামে একটি দোকান এবং অপরাজিতা নামে একটি সেলুনের সামনের কাঁচ ভেঙে পড়ে।
এছাড়া আরও কয়েকটি দোকানের মেঝেতে ফাটল ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মীরা ঘটনাস্থলে এসে মেরামতে অংশ নেয়। দীর্ঘক্ষণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় এলাকাবাসীর ভোগান্তি হলেও রাত ১১টার দিকে গ্যাস সংযোগ পুনরায় চালু হলে তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।