নালায় পড়ে নিহত শিশু হুমায়রার পরিবারে মেয়রের আর্থিক সহায়তা

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার হালিশহর থানার আনন্দপুর এলাকায় নালায় পড়ে নিহত শিশু হুমায়রার পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে নিহত শিশুর বাবার হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন মেয়র। এ সময় মেয়র বলেন, হুমায়রার মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করেছি। ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করছি আমরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ডাকাত শাহীনের ম্যানেজার অস্ত্রসহ আটক
পরবর্তী নিবন্ধঅসচ্ছল মা ও শিশুর চিকিৎসাসেবায় রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং