নালার অর্ধেক দখল করে নির্মাণ করা হয়েছে তিন তলা একটি ভবন। এতে করে বর্ষায় পানি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের পক্ষ থেকে সিডিএ এবং সিটি কর্পোরেশনের কাছে দফায় দফায় অভিযোগ করা হলেও প্রতিকার মিলেনি, ভবন মালিকও দেয়নি কোনো কিছুকে পাত্তা। নালার অর্ধেক দখল করে বহাল তবিয়তে রয়েছে তিন তলা ভবন। নগরীর পুরাতন বিমান অফিসের পেছনে জামাল খান লেইনের পাটোয়ারী বাড়ি সংলগ্ন ভবনটির কবল থেকে নালা উদ্ধার করার দাবি জানানো হয়েছে।
দৃশ্যমান নালার বাইরেও এই ভবনের ভিতরে নালার অংশ রয়েছে বলে দাবি করে স্থানীয়রা বলেছেন, ভবনটি পানি চলাচলের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।












