নালায় পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু

হালিশহরের রঙ্গীপাড়া

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলের আশেপাশে উদ্ধার অভিযানে নামে। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির সন্ধান না মেলায় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, রোববার বিকালে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, তিন কনস্টেবল নিহত
পরবর্তী নিবন্ধবাবা-মেয়ের ঘুম আর ভাঙেনি