নার্সারি তৈরি বিষয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী নার্সারি ও কলম তৈরি বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার থানা সদর সৈয়দবাড়ি বিআইজেডএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি সমপ্রসারণ কর্মকর্তা রুহুল আমিন, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন শাহ, ইয়াছমিন আকতার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সমপ্রীতির জয়গান
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রাম মহানগর বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব