নার্সরা সুরক্ষিত না হলে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না

বিশ্ব নার্স দিবসের আয়োজনে বক্তারা

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজ: আন্তর্জাতিক নাসের্স দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের উদ্যোগে হাসপাতাল ক্যাম্পাস থেকে এক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি হাসপাতাল ক্যাম্পাস থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ও নার্সিং সাবকমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. .কে. এম. আশরাফুল করিম, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ঝিনু রানী দাশ, নার্সিং ভাইস প্রিন্সিপাল সঞ্চিতা বড়ুয়া, নার্সিং সুপারিনটেনডেন্ট রনজু কনা পাল প্রমুখ। এছাড়া হাসপাতালে কর্মরত নার্সগণ এবং নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা উক্ত র‌্যালিতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সরা সুরক্ষিত না হলে স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। তাই নার্সদের প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে

কাপ্তাই : কাপ্তাই উপজেলায় গতকাল সোমবার বিশ্ব নার্স দিবস পালন করা হয়। এবারের নার্স দিবসের প্রতিপাদ্য ছিল ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল, কুষ্ঠ হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, নার্স ও চিকিৎসকদের মিলনমেলা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আনন্দ শোভাযাত্রায় সকল নার্স, চিকিৎসকসক এবং স্টাফরা উপস্থিত ছিলেন। র‌্যালিটি দোভাষী বাজার, লিচুবাগন এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বাসিন্দারা জানান, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল বিগত ১১৭ বছর ধরে পার্বত্য এলাকাসহ বৃহত্তর চট্টগ্রামের আপামর জনগণের সেবা দিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং রিভার শাইনের ক্লাব অ্যাসেম্বলি