অপরাজেয় নারী হকিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) চ্যাম্পিয়ন হয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি ৮–০ গোলে ঢাকা ও ময়মনসিংহ জোনকে পরাজিত করে। বিকেএসপি ৫ ম্যাচে ৬৪ গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি। ফাইনালে সর্বোচ্চ চার গোল করেছেন কণা আক্তার। অর্পিতা পাল জোড়া গোল করেছেন আজও। নিনি সেন রাখাইন ও তন্নী খাতুন একটি করে গোল করেন।
অর্পিতা পাল ২২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। বিকেএসপির আইরিন আক্তার রিয়া হয়েছেন টুর্নামেন্ট সেরা। সেরা গোলরক্ষক হয়েছেন রাজশাহীর মহুয়া। কিশোরগঞ্জের অপূর্ব পেয়েছেন সেরা উদীয়মান তারকার পুরস্কার।











