অলিম্পিক হকি ইতিহাসে একই আসরে পুরুষ ও নারী দুই বিভাগে স্বর্ণ জয়ের অনন্য কৃতিত্ব দেখিয়েছে নেদারল্যান্ডস। জার্মানিকে হারিয়ে পুরুষ দলের স্বর্ণ জয়ের একদিনের মধ্যে ডাচ নারীরা চায়নাক পেনাল্টি শ্যুট আউটে ৩–১ গোলে পরাজিত করে অলিম্পিকের শিরোপা জয় করেছে। এনিয়ে টানা ষষ্ঠ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছির নেদারল্যান্ডস। এর মধ্য পঞ্চম স্বর্ণ জয়ের পথে চায়না তাদেরকে ভালই মোকবেলা করেছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১–১ গোলে ড্র ছিল। ছয় মিনিটে চেন ই’র গোলে এগিয়ে যায় চায়না। প্রথমবারের মত স্বর্ণ জয়ের আশায় মাঠে নামা চায়নাকে এরপর নেদারল্যান্ডসের প্রচন্ড চাপের মুখে খেলতে হয়েছে। ম্যাচ শেষের নয় মিনিট আগে পেনাল্টি কর্ণার থেকে ইব্বি জানসেন ডাচদের সমতায় ফেরান। টুর্নামেন্টে এটি জানসেনের নবম গোল। শুট আউটে ডাচ গোলরক্ষক আন্দে ভিনেনডাল চায়নার দুটি শট রুখে দেন। নেদারল্যান্ডস তাদের তিনটি গোল করার পর চায়নার মা নিংয়ের শট রুখে দিয়ে ভিনেনডাল নেদারল্যান্ডসকে স্বর্ণ পদক উপহার দেন। অলিম্পিক হকির ইতিহাসে এই প্রথম দুই বিভাগে একই দেশ স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালো। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচের ভাগ্যও শ্যুট আউটে নির্ধারিত হয়েছে। ২০০৮ বেইজিং অলিম্পিকের পর চায়না এ নিয়ে দ্বিতীয়বার রৌপ্য পদক জয় করলো। এর আগে দিনের শুরুতে বেলজিয়ামকে শুট আউটে ৩–১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ম্যাচটি ২–২ গোলে ড্র ছিল।