নারী স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ

চিটাগাং উইম্যান চেম্বার-আমরি হসপিটাল লিমিটেডের সেমিনার

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

 

 

চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় আমরি হসপিটালস্‌ লিমিটেডের উদ্যোগে হেলথ লিটারেসি প্রোগ্রাম অন রিসেন্ট অ্যাডভাসমেন্ট বিষয়ক সেমিনার গত ২৭ নভেম্বর উইম্যান চেম্বারের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন আমরি গ্রুপ অব হসপিটালসের চিফ মার্কেটিং অফিসার প্রকাশ নায়ার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ডা. অরিজিৎ ঘোষ এবং ডিটার্পমেন্ট অব এ্যাবস্‌টেকরিক অ্যান্ড গাইনোকোলজি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. সানসিলা তালুকদার প্রিভেনশন অফ অবস্ট্রিক ইমার্জেন্সিজ অ্যান্ড আরলি ডিটেকশন অফ ফিমেল জেনিট্যাল ক্যান্সার শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোকপাত করেন। তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধান অতিথি বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে চিকিৎসা ব্যবস্থা সমৃদ্ধ ও সহজ হয়েছে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে সাধারণ মানুষ ও রোগীরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার নতুন নতুন উদ্ভাবনী সম্পর্কে জানতে পারছে। প্রকাশ নায়ার চিটাগাং উইম্যান চেম্বারের সদস্যদের জন্য হ্রাসকৃত হারে চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমরা ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচলনা করে থাকি। ডা. মুনাল মাহবুব বলেন, নারীরা সংসারসমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানা থাকা অত্যন্ত জরুরি। শেষে চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালকবৃন্দের জন্য আমরি হস্‌পিটালের পক্ষ থেকে প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল : নওফেল
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা