নারী স্বাবলম্বী হলে এগোবে সমাজ

সেলাই প্রশিক্ষণ উদ্বোধনে বক্তারা

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে পাঁচদিনব্যাপী নারীদের সেলাই প্রশিক্ষণ গতকাল বুধবার ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বড় পুকুর পাড় সংস্থার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। এ উপলক্ষে এক নারী সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশের বেশিরভাগ পরিবারে পুরুষের একক উপার্জনের উপর নির্ভরশীল। এজন্য অনেক পরিবার সংসার চালাতে হিমশিম খায়। পরিবারকে সচ্ছল ও স্বনির্ভর করতে একই পরিবারে যতবেশী সদস্য উপার্জনক্ষম হবে পরিবারের জন্যে ততোই মঙ্গল বয়ে আনবে। যে পরিবারে নারীরা কর্মক্ষম সে পরিবার ততো বেশী সুখি ও সমৃদ্ধশালী।নারীরা যতো বেশী স্বাবলম্বী হবে,সমাজ ততো বেশী এগিয়ে যাবে।
সংগঠনের সাধারণ সম্পাদিকা আরমিনা হক পুষ্পার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেলাই প্রশিক্ষণের সমন্বয়কারী আফরোজা আক্তার পুর্ণিমা। উপস্থিত ছিলেন আফরোজা আক্তার রিতু,তাসনিয়া ফাতেমা,সাবিনা আক্তার,মনোয়ারা পারভিন। প্রথম ব্যাচে ২৫ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক আছেন সাবিনা ইয়াছমিন রুনা ও আমেনা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্রলীগের খাবার বিতরণ