নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবি

বান্দরবানে আইম্মা-উলামা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

বান্দরবানে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল, নারী সংষ্কার কমিশন পুর্নগঠন এবং গাজায় ইসরাইলি হামলা ও ভারতে মুসলিম নির্মূল বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আইম্মাউলামা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। এ সময় বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা সমূহ বাতিল করে নতুন করে সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফিলিস্তিন, ভারত এবং নারী সংস্কার কমিশনের ব্যাপারে প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেন। এই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আইম্মাউলামা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা আলাউদ্দিন ইমামী, সেক্রেটারী ও বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন, মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুল আওয়াল, শোয়াইবুল ইসলাম, শহিদুল ইসলাম, মাওলানা মুজিবুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমে দিবস ও নারী শ্রমিক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ দোকান