জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সম্মেলন গতকাল শুক্রবার জেএমসেন হলে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন শ্রম মন্ত্রণালয় বিষয়ক জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য এবং সাংসদ শামসুন নাহার ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নারীনেত্রী শিমু সাহার সভাপতিত্বে এবং সুমি আক্তারের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি শামসুন নাহার ভুঁইয়া বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, টিইউসি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা, বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, শিপন চৌধুরী, ইফতেখার কামাল খান। বক্তব্য রাখেন, পোশাক শ্রমিক নেত্রী সুমি বেগম, নির্মাণ শ্রমিক নেত্রী রোকসানা বেগম ও ফরিদা বেগম, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন নেত্রী রাণী দত্ত, চা শ্রমিক নেত্রী শিখা আকুরে, প্রদীপ দাশ, মহিন উদ্দিন, মো. ফিরোজ, সবুজ হাওলাদার, আব্দুর রহিম, সুকান্ত দত্ত প্রমুখ। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন সুমি আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।