নারী শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে স্মারকলিপি

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

কর্মরত নারী শ্রমিক-কর্মচারীদের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে চটগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটি। গতকাল সোমবার সকালে নগরীর প্রবর্তক মোড়ে এক সমাবেশ ও মানববন্ধন শেষে এ স্বারকলিপি প্রদান করা হয়।জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক শিমু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। এতে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পারভেজ, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের নেতা বিপ্লব চক্রবর্তী, সুমি আক্তার, কোহিনুর আক্তার কোলি, ফরিদা আক্তার প্রমুখ। সমাবেশ শেষে লাল পতাকা মিছিল সহকারে পুলিশ কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাসুলের (দ.) পদাঙ্ক অনুসরণে উভয় জগতের শান্তি নিহিত
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা