নারী রেফারি থাকবে কাতার বিশ্বকাপে

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:৫৩ পূর্বাহ্ণ

কাতারে ছেলেদের বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারিরা ম্যাচ পরিচালনার সুযোগ পেতে যাচ্ছেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তিন জন করে নারী রেফারি ও সহকারী নারী রেফারি নির্বাচন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা। বৃহস্পতিবার সংস্থাটি এই ঘোষণা দেয়। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। রেফারি হিসেবে ফ্রান্স থেকে স্তেফানি ফ্রাপা, রুয়ান্ডা থেকে সালিমা মুকাসানগা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছেন। সহকারী রেফারি হিসেবে ডাক পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেঙিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট। সব মিলিয়ে কাতার বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।
এর আগে গত বছর স্তেফানি ফ্রাপা প্রথম নারী রেফারি হিসেবে পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআর্চারিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবরমায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন