নারী মুক্তির জন্য চাই মানবিক সমাজ

চৌধুরী হারুনর রশিদ স্মারক বক্তৃতায় আবুল মোমেন

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, পরিবার, ধর্ম, সমাজ, সংস্কৃতি, যৌন ও রাষ্ট্রীয় শৃঙ্খলে আমাদের দেশের নারী সমাজ শৃঙ্খলিত। পরিবারে, সমাজে নারীর প্রতি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, বৈষম্য প্রকট। নারীরা সকল ক্ষেত্রে বঞ্চিত, শোষিত হচ্ছেন। এখন করোনকালেও নারী ও শিশু নির্যাতন বেড়েছে প্রবলভাবে। নারীর মুক্তির জন্য সমাজের নারী পুরুষসহ সকলের মিলিত সংগ্রাম প্রয়োজন। সেইসাথে সাংস্কৃতিক দর্শনগত ও উন্নয়ন চেতনা বিকাশের জন্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নানামুখী প্রয়াস নিতে হবে। গত শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলার উদ্যোগে চৌধুরী হারুনর রশিদ স্মারক বক্তৃতায় নারীর শৃঙ্খল ও নারীর মুক্তি শীর্ষক স্মারক বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নারীরা আগের যুগে ঘরের মধ্যে সেলাই কাজ করত, রোগীদের সেবা করত। সেই ধারণা থেকে গার্মেন্টস সেক্টরে নারীদের সংখ্যা বেশি। বেতনের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য থাকে। ফলে নারীরা শোষিত হয়। বেসরকারি স্বাস্থ্য সেক্টরেও নারীদের সংখ্যা যেমন বেশি তেমনি শোষিতও হয় বেশি। এ সমস্ত সেক্টরে নারী নির্যাতনও হয় বেশি। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্তের সভাপতিত্বে ইফতেখার কামাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহসান উল্লাহ্‌ চৌধুরী, সাংবাদিক সুভাষ দে, অ্যাডভোকেট মো. জানে আলম, বালাগাতউল্লা, জসীম চৌধুরী সবুজ, আবদুস সবুর, আবদুর রহিম, দিদারুল আলম, মো. পারভেজ, নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএবার বাসের বক্সে কাঠ পাচার