নারী মানে নদী

লিপি তালুকদার | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

নারীর মাঝে এক নদী আছে

দেখেছো কি কোনোদিন কেউ,

নারীর মাঝে বয়ে চলে

সুখদুখ হাসিকান্নার ঢেউ।

সরলা অবলা নারীর জীবন

শান্ত জলের নদীর মতো,

গুনগুনিয়ে গান শুনিয়ে

হচ্ছে জীবননদী প্রবাহিত।

নদীতে ঝড় উঠলে যেমন

থেমে থাকেনা বয়ে চলা,

নারীরাও তেমন ঝঞ্ঝা পেরিয়ে

হাসিমুখে কাটায় বেলা।

পূর্ববর্তী নিবন্ধনারীর চোখে বিশ্ব দেখি
পরবর্তী নিবন্ধবিপর্যস্ত জনজীবনে কর্তৃপক্ষের সুদৃষ্টি আসুক