গত বছর কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ৩৬ বছরের খরা কাটিয়েছিল লিওনেল মেসির দল। কিন্তু আর্জেন্টাইন নারীরা সে পথে হাটতে পারলনা। নারী বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। অপরদিকে পুরুষ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ব্রাজিলের মেয়েরাও বিদায় নিল বিশ্বকাপের প্রথম পর্ব থেকে। ফলে বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দলই বাদ পড়ল প্রথম রাউন্ডে। গতকাল জ্যামাইকার সাথে অ প্রত্যাশিত ড্র করে বিদায় নেয় ব্রাজিলের মেয়েরা। অপরদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২–০ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনার মেয়েরা।
এবারের বিশ্বকাপে পানামার বিপক্ষে ৪–০ গোলের বিশাল জয় দিয়ে দারুণভাবে আসর শুরু করেছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ২–১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে। ফলে গ্রুপ-‘এফ’ এর নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। কিন্তু সে জয়টা তুলে নিতে পারলনা ব্রাজিল। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেও জ্যামাইকাকে হারাতে পারেনি ব্রাজিল। ম্যাচটি শেষ হয় গোল শূন্য ড্র। আর তাতেই কপাল পুড়ে ব্রাজিলের। প্রায় ২৮ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ব্রাজিলের নারীরা। ২০০৭ সালে ফাইনালে, ১৯৯৯ সালে সেমিফাইনালে এবং ২০০৩ ও ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। ১৯৯৫ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আবার তারা বিদায় নিলো গ্রুপ পর্ব থেকে। এই গ্রুপ থেকে ফ্রান্স এবং জ্যামাইকা নক আউট পর্বে জায়গা করে নেয়। ৩ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। একই গ্রুপের আরেক ম্যাচে পানামাকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ফ্রান্স।
অন্যদিকে নিউজিল্যান্ডের ওয়াইকাটো স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২–০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। আর এই হারের ফলে কোনো ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল দলটি। এর আগে ইতালির কাছে হার দিয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিল আর্জেন্টিনা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটি ২–২ গোলে ড্র করেছিল। আর শেষ ম্যাচে এসে সুইডেনের কাছে হেরেই গেল। চার বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে কোন জয় পায়নি আর্ঝেন্টিনা নারী ফুটবল দল। ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নিল মেসির দেশের নারীরা। আর ৩ ম্যাচের সবগুলোতেই জিতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সুইডেন। আরেক ম্যাচে ইতালিকে হারিয়ে সুইডেনের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।












