নারী বলতে কন্যা বুঝি
নারী বলতে জননী,
নারী বলতে স্ত্রীকে বুঝি
জগতের কল্যাণী।
নারী বলতে বোনটি আমার
নারী বলতে বান্ধবী,
নারী বলতে মায়া মমতায়
ধরনীর প্রতিচ্ছবি।
নারী বলতে শক্তি আধার
নারী বলতে ভরসা,
নারীর প্রখর বুদ্ধি দীপ্তে
দূরীভূত হয় তমসা।
নারী বলতে আদর স্নেহ
নারী বলতেই শাসন,
ঘরে–বাইরে মঙ্গলময়ী
করে নিয়েছো আসন।