নারী বলে অবহেলায় দিও না দূরে ঠেলে
এই যে জীবন যাচ্ছে হেসে–খেলে
সে তো প্রথম খেলেছ মায়ের কোলে
প্রথম বলেছ কথা তাঁরই মুখের বোলে।
নারী–পুরুষের ভেদাভেদকে কেন দাও প্রশ্রয়
দিনশেষে যখন দুজন দুজনার হও আশ্রয়,
কেনই বা সইতে হবে বৈষম্য আচরণ
নেতি কথা পেছনে ফেলে সমতাকে করো ধারণ।
নারী–পুরুষের সমতার কথা বলেছে মনীষীগণ
তুমি আমি পৃথক করি হারায় আপনজন,
স্রষ্টার সৃষ্টি সবাই পুরুষ কিংবা নারী
সমানভাবে দেখলেই ঝরবে শান্তির বারি।












