চট্টগ্রাম বিভাগীয় মহিলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নগরীর ষোলশহর এলজিডি ভবনের মিলনায়াতনে ‘নির্মাণ শিল্পে নারীদের অবস্থান ও ভূমিকা’ শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা সংগঠনের সভাপতি নারগিছ আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর, ভার্চুয়ালি বক্তব্য রাখেন মিচালিস পাপানিকোলাউ।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দীন, নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লিটু, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, প্রাইম ওভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, এম শাদাত হোসেন, কাজী রুবেল, গোলাম মোস্তফা লিটন, ফাতেমা আক্তার, এইচ এম হেলাল, মোহাম্মদ আলমগীর, এবিএম মোস্তাফিজুর রহমান, মনোয়ারা চৌধুরী মেরিন, ড. জাফরিন জাকির মিথিলা, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মো. আনোয়ার পাশা, ফেরদৌস জামান মুকুল, গিয়াসউদ্দীন তুহিন, রবিউল ইসলাম প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, নারী শ্রমিকরা দেশের অর্থনীতিতে পুরুষের সমান অবদান রাখলেও তারা মজুরির ক্ষেত্রে বৈষমের শিকার হচ্ছে। তাই নারী- পুরুষের বেতন বৈষম্য দূর করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।