নারী নয় মানুষ হয়ে বাঁচতে চাই

নাহিদ সুলতানা | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

বুকের ভেতর কষ্ট নদী বয়ে চলে নিরবধি
কেউ দেখে না, কেউ বুঝে না, নারী মনের কী আকুতি!
নাইতে হবে নোনাজলে, সইতে হবে হাসিমুখে,
সকল কাটার ব্যথা তোমায় ফুলের ঘ্রাণে ভুলতে হবে
মেকি সুখের ভেলা তোমার সারাজীবন বাইতে হবে।

তোমার উপর অনায়াসে চাপানো যায় সকল বোঝা
ভীষণ ভারে বাঁকা পথে পাড়ি দেয়া নয়তো সোজা
নারী তুমি মনের জোরে ছুঁতে পার পাহাড় চূড়া
পেছন থেকে যতই আসুক ঝড়-ঝাপটা মরণ-খরা
উজাড় করা ভালোবাসায় আগলে রাখ এই জগৎটা
স্বস্তি বিলাও শ্রান্ত মনে স্বপ্ন দেখাও অজস্রটা
নিজের ভেতর শূন্য করে দাও সবাইকে পূর্ণ করে
নারী তুমি কেমনে পার এত কিছু সামলে নিতে!

নারী তোমার গর্ভে রেখে নতুন শিশু জন্ম দিলে,
মানুষ করার যুদ্ধে তুমি দৃঢ়ভাবে পথ দেখালে।

নারী তুমি অসাধারণ তোমার নিজের কর্মগুণে
তারপরেও সমাজ তোমার দোষ ধরতে যে রয় সন্ধানে
সুযোগ পেলে লোলুপ চোখে বদ কামনা চায় মেটাতে
পশুগুলোর মুখোশেতে অগ্নি মশাল চাই জ্বালাতে
শোনো সবাই, নারীও যে মানুষ, তাকে দিও সম্মান
উঁচু মাথায় বাঁচতে দিও, করো না অপমান।

পূর্ববর্তী নিবন্ধঅণুজীবের থাবা
পরবর্তী নিবন্ধসোনার বাংলায় বড় প্রাপ্তি