চট্টগ্রাম লেডিস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনায় সভায় বক্তারা বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে নারীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদের শিক্ষিত ও স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই। পরিবার, সমাজ, কর্মক্ষেত্রসহ সব জায়গায় নারীদেরই সোচ্চার হতে হবে বেশি। নিজেদের রক্ষায় রুচিশীল পোশাক–আশাক পরিধান ও আচার–আচরণে ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে হবে। নারী–কন্যার নিরাপত্তায় সমাজকে সচেতন করতে বেগম রোকেয়ার মতো নারী জাগরণ ঘটাতে হবে। একই সাথে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে নারীদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে পুরুষদের সাথে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হত্যা, নির্যাতন, ধর্ষণসহ সহিংসতা রোধে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে নারী নির্যাতনে কেউ সাহস না পায়।
গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন, সহ কোষাধ্যক্ষ ডা. হাফসা সালেহ, সহ সাংগঠনিক সম্পাদিকা রুহী মোস্তফা, সদস্যা খালেদা আক্তার চৌধুরী, সাকেরা সাদেক, আশরাফুন্নেসা, সাহানা আকতার বীথি, নাছিমা শওকত, সেলিনা আখতার, নাজনীন আরা, রোকেয়া আহমেদ, রেহানা আকতার জুবিলি, নাজমা সাইফা বেগম, মর্জিনা আখতার, লায়লা ইব্রাহিম বানু, আলেয়া চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।