রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল নারী দিবসের এক আলোচনা সভায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। ইসলামও নারীকে মর্যাদার আসনে রেখেছে। তিনি বলেন, আমার নবীজী (সা.) একজন সাহাবীর প্রশ্নের উত্তরে সবচেয়ে সম্মানিত নর-নারীর মধ্যে মাকে প্রধান্য দিয়েছিলেন। তিনি পরপর তিনবার মা’র নাম উচ্চারণ করে চতুর্থবার বলেছেন বাবার কথা। এই দৃষ্টিকোণ থেকেও ইসলামে নারীদের মর্যাদা সর্বাধিক।
গতকাল সোমবার রাউজান উপজেলা মিলানায়তনে আন্তর্জাতিক নারী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার প্রমুখ।