নারী দিবসে ব্যাংককে গেল ‘অল উইমেন ফ্লাইট’

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ‘অল উইমেন ফ্লাইট’ পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটটি ওড়ানো থেকে শুরু করে এর যাবতীয় কাজ করেছেন নারীরা। বিমানের বিজি৩৮৮ ফ্লাইটটি গতকাল শনিবার ১১টা ২০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিকেল ৩টায় ফ্লাইটটি ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছে। খবর বিডিনিউজের।

বিমান বলেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা জানিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়েছে। বিশেষ এই ফ্লাইটের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। এছাড়া ফ্লাইটের দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও আছেন ৫ জন নারী কেবিন ক্রু। এছাড়া ওই ফ্লাইটের প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং ইউনিট, বোর্ডিং গেট, প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিং এবং ককপিট ক্রু ও কেবিন

পূর্ববর্তী নিবন্ধনগরীর ৪ বাজারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধনগরে আওয়ামী লীগ, ছাত্রলীগের আরো ৪০ নেতাকর্মী গ্রেপ্তার