নারী দিবসে নো পাসপোর্ট ভয়েসের ওয়েবিনার

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

নন প্রোফিট অর্গানাইজেশন নো পাসপোর্ট ভয়েসের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ এক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার ফাতেমা ওয়ারিত্তা আহসানের সঞ্চালনায় ওয়েবিনারে যুক্টরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের প্রতিথযশা ট্রান্সজেন্ডার নারীরা অংশগ্রহণ করেন। এতে সিলিয়া ড্যানিয়েল, অচিন্ত্যা প্রান্তর, হো চি মিন ইসলাম তাদের জীবনের গল্প তুলে ধরেন। কিভাবে সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে আজ এ পর্যন্ত তারা এসে পৌঁছেছেন সে আখ্যান গুলোও ভাগাভাগি করে নেন।
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, জাতীয় মহিলা দলের ক্রিকেটার জান্নাতুল সুমনা, বান্দরবনের মারমা সম্প্রদায়ের নারী অধিকার কর্মী ড নাই প্রু ন্যালি, আমেরিকার ইন্টারন্যাশনাল স্কুল অব স্টোরি প্রেসিডেন্ট শেলি জুনেজা, সাবেক মিস ইউরোপ ও পাবলিক স্পিকার লুইসা বার্টন।
ওয়েবিনারে ডাইভার্স একটি প্যানেলের কথোপকথনে দেশীয় এবং গ্লোবাল এক প্রেক্ষাপটের চিত্র উঠে আসে। যা সমাজ পরিবর্তনে একটি অগ্রগামী ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা। বাংলাদেশে এই প্রথমবারের মত আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশী কোন সংস্থা ট্রান্সজেন্ডার নারীদের ইনক্লুড করলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কো ফাউন্ডার এনপিভি ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, কমপ্লায়েন্স অফিসার আদিবা তারান্নুম, গবেষণা সহযোগী সারিকা তাসনিম, ইয়ুথ অ্যাম্বাসেডর ফর ওম্যান অ্যান্ড চিলড্রেন রাইটস রেজিতা গুরুং। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচউকের প্রাক্তন সেক্রেটারি তওহিদুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ