আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর ষোলশহর স্টেশনে ছিন্নমূল শিশুদের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম, সংগঠক মুমতাহিনা পিয়া উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় নগরের জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ধর্ষণ, শিশু নির্যাতন ও নিপীড়নবিরোধী নারী সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে’সহ নানা স্লোগান দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা বলেন, আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন দেখেছি ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন–নিপীড়ন। আমি দেখেছি ছাত্রলীগ কর্তৃক আমার কলেজের বড় বোনদের ধর্ষিত হতে, হ্যারেসমেন্ট করা হতো, টিজ করা হতো। যার জন্য আমি নারী দিবসে একটু আমেজ করবো, উৎফুল্ল হবো এমনটা হয়ে উঠেনি, এজন্য আমি নারী হিসেবে লজ্জিত। আজকে নারী দিবস অথচ আজকেও ছোট শিশু, নারী কেউই রেহাই পাচ্ছে না। যার কারণে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি চাই।