নারী দলের জন্য ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গোটা জাতি যখন এই অর্জনে উচ্ছ্বসিত, তখন নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, এখন পর্যন্ত বাফুফের পক্ষ থেকে কোনো পুরস্কার ঘোষণা আসেনি। ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে নারী ফুটবলারদের উদ্দেশ্যে কোনো পুরস্কারের ঘোষণা দেয়নি। গত রোববার গভীর রাতে মিয়ানমার থেকে দেশে ফেরে নারী দল। সেখান থেকে সরাসরি তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে, যেখানে বাফুফের পক্ষ থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের রঙিন আয়োজনের মধ্যেও আলোচনায় উঠে আসে একটি প্রশ্ন, নারী দলের সাফল্যের জন্য আর্থিক পুরস্কারের কোনো ঘোষণা কেন নেই? অনেকেই প্রত্যাশা করেছিলেন অন্তত উৎসাহস্বরূপ কিছু পুরস্কার ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা-মনিকা
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল ঘোষণা