এখনো আসেনি সে ভোর এখানে
যেখানে প্রজাপতির মতো ছড়িয়ে ডানা
প্রাণ খুলে অবাধে হেসে খেলে গেয়ে
উড়বে ফুলে ফুলে করবে না কেউ মানা।
এখনো তোমাদের পায়ে শিকল
বাঁধা আছে শত কুসংস্কারের বন্ধনে
দু’পা এগুতেই কেঁপে উঠে বুক
দিন কেটে যায় রন্ধনে আর ক্রন্দনে।
এখনো তোমাদের গায়ের রং নিয়ে
এ পাড়া ও পাড়ায় কত কানাকানি
কালো না ফর্সা, লম্বা না খুব বেটে
এযুগে এসে এসব চিন্তা সত্যি ফানি।
এখনো তোমাদের মতামতের মূল্য
দিতে চায় বলো কত সুধীজন?
জানালে প্রতিবাদ হয়ে যাবে তোমরা
খল রমনী আর ঝগড়াটে মন।
এখনো তোমাদের কজনের আছে
নিজের একটি আবাস–ঠিকানা?
বাবার, ছেলের কিংবা শ্বশুরবাড়িই
শেষ আশ্রয় সবারই আছে জানা।