নারী তুমি সুহাসিনী, নন্দিনী, সুভাষীনী,
তোমার চলার পথ ততটা মসৃণ নয় যতটা সবাই ভাবে।
তোমার চারপাশে থাকে অজস্র জাল, নিন্দার কাঁটা
তবুও তুমি এগিয়ে চলো প্রতিনিয়ত নিজেকেই সাথী করে
কেউ যদি তোমাকে ভালো না বাসে না বাসুক,
কেউ যদি তোমার খোঁপায় একটি গোলাপ
গুঁজে না দেয়, না দিক
কেউ খেয়েছো কিনা জিজ্ঞেস না করে না করুক
তবুও তুমি উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও প্রাণপণে
ঘুমিয়ে থাকা এই সমাজকে জাগাতে
ঘুণে ধরা এই রাষ্ট্রকে রাঙাতে।
তুমিতো আলেয়া নও, তুমি আলো, তুমি মায়াবীনী
তুমি কন্যা, জায়া–জননী তুমিই এই পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা
তোমার গুণেই তুমি বুঝিয়ে দাও তুমি অপ্রতিরোধ্য
এক বিজয়ীনী।