নারী ডেভেলপম্যান্ট হকি শুরু

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:৩২ অপরাহ্ণ

গোলবন্যায় শুরু হলো ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট। ঢাকা মওলানা ভাসানী স্টেডিয়াম ও বিমানবাহিনীর ভেন্যুতে উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই তিন ম্যাচে গোল হয়েছে ৪৪টি। বিজয়ী তিন দল গোলবন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা দল, বিকেএসপি ও ঝিনাইদহ জেলা দল। এর আগে ১১ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল। এদিকে বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম খেলায় ঠাকুরগাঁও জেলা ১৪০ গোলের বিশাল ব্যবধানে রংপুর জেলা দলকে পরাজিত করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৫০ গোলের বিশাল ব্যবধানে কিশোরগঞ্জ জেলা দলকে পরাজিত করে শুভ সুচনা করে। এছাড়া মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল ১৫০ গোলের ব্যবধানে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সুচনা করে। আজ বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা ও কিশোরগঞ্জ জেলা দল পরষ্পরের মোকাবেলা করবে। একই ভেন্যুতে বেলা সাড়ে ১২টায় বিকেএসপি ও কুমিল্লা জেলা দল পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধপিসিবি চেয়ারম্যানকে আফ্রিদির পরামর্শ
পরবর্তী নিবন্ধসৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামেদুল