ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত পঞ্চম টি–টোয়েন্টি ম্যাচে নিলাক্ষিকা সিলভাকে আউট করে তিনি নারী টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হয়ে ওঠেন। এই উইকেটের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার মেগান শাটের ১৫১ উইকেটের রেকর্ড ছাড়িয়ে যান। বর্তমানে ১৩৩টি টি–টোয়েন্টি ম্যাচে দীপ্তির উইকেট সংখ্যা ১৫২। তার বোলিং গড় ১৯.০০ এবং ইকোনমি রেট ৬.১২। দীপ্তি শর্মাই প্রথম ভারতীয় বোলার (নারী বা পুরুষ উভয় বিভাগেই) যিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে উঠলেন। এর আগেই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে দীপ্তি শর্মা আরেকটি বিরল কীর্তি গড়েন। তিনি প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টি–টোয়েন্টি দুই ফরম্যাটেই ১৫০–এর বেশি উইকেট নেওয়ার নজির স্থাপন করেন। বর্তমানে তার ওয়ানডে উইকেট সংখ্যা ১৬২। এই তালিকায় তার কাছাকাছি রয়েছেন মেগান শাট (ওয়ানডেতে ১৪৫ উইকেট) এবং সোফি একলেস্টোন (ওয়ানডেতে ১৪১ ও টি–টোয়েন্টিতে ১৪২ উইকেট)।










