এবারের নারী জাতীয় ক্রিকেট লিগটি টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইং বিভাগীয় দল গুলো গঠন করে দেয়। আর তাদের নিয়েই রাজশাহীতে অনুষ্ঠিত হয় এবারের আসর। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ বিভাগ। আর রানার্স আপ হয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রথমবারের মত নারীদের এই জাতীয় লিগে রানার্স আপ হলো চট্টগ্রাম বিভাগ। গতকাল নিজেদের শেষ ম্যাচে রংপুর বিভাগকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিভাগ। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং আমন্ত্রণ জানায় চট্টগ্রাম বিভাগের অধিনায়ক। প্রথম ওভারেই রংপুর উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক ফারজানা পিংকি এবং রচনা আকতার ৭৭ রান যোগ করে। ৩৫ বলে ৩১ রান করা রচনাকে ফিরিয়ে এজুটি ভাঙেন মেহেরুননেসা। এরপর একাই লড়াই করেন পিংকি। তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি। তাকে ফেরাতে পারেনি চট্টগ্রামের বোলাররা। শেষ পর্যন্ত ৬২ বলে ৭টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে অপরাজিত থাকেন রংপুরের অধিনায়ক। আর তাতে তার দল সংগ্রহ করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। ৯ বলে ১২ রান করেন জান্নাতুল সুমনা। চট্টগ্রাম বিভাগের পক্ষে ২টি উইকেট নিয়েছেণ মেহেরুননেসা। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন এবং সুরাইয়া আজমিম।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা চট্টগ্রাম বিভাগের ওপেনার সাথী রানী ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন। আরেক ওপেনার দিলারা দোলাকে নিয়ে ৯৮ রান যোগ করেন মাত্র ১০.৪ ওভারে। মাত্র ২৭ বলে ৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪১ রান করে ফিরেন দিলারা। এরপর বাকি কাজটা সারেন সাথী রানী । তার ঝড়ের কারণে ৩৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ। মাত্র ৪৭ বলে ৬টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন সাথী রানী। ৫ রানে অপরাজিত থাকেন শারমিন সুপ্তা। ম্যাচ সেরা হয়েছেন চট্টগ্রাম বিভাগের সাথী রানী। এছাড়া অপর ম্যাচে ময়মনসিংহ বিভাগ ৪৮ রানে রাজশাহী বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করে ১৩২ রান করেছিল ময়মনসিংহ বিভাগ। দলের পক্ষে ৬৪ বলে ৮০ রান করেন অধিনায়ক নিগার সোলতানা জ্যোতি। জবাবে ৮৪ রানে অল আউট হয় রাজশাহী। দলের পক্ষে ৪০ রান করেন মিষ্টি রানী সাহা। এই ম্যাচের ম্যাচ সেরা হয়েছেন নিগার সোলতানা জ্যোতি।
এছাড়া লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন নিগার সোলাতানা জ্যোতি। লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রাম বিভাগের সাথী রানী বর্মন। সর্বোচ্চ উইকেট শিকারী স্বর্না আকতার। এছাড়া লিগের উদীশান ক্রিকেটার হিসেবে পুরষ্কার পেয়েছেন আনিশা আকতার শোভা। এবারের নারী জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেন মোমিনুল হক এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন সিজেকেএস কাউন্সিলর আলি হাসান রাজু।