নারী জাগরণে প্রধানমন্ত্রী সফল

সাতকানিয়ায় মহিলা সমাবেশে মফিজ

| শনিবার , ১১ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে গেছে। নারীরা শিক্ষা ও শ্রমের মূল্য পাচ্ছে। এর ফলে দেশের জনসংখ্যার অর্ধেক নারী আজ পুরুষের পাশাপাশি রাষ্ট্রের সমান অংশীদার হয়ে সম্মানিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতি, প্রশাসন, শিল্পসহ সকল ক্ষেত্রেই যোগ্য নারীদের মর্যাদা দিয়ে নারী জাগরণে সফল হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় উপযোগী দর্শন নিয়ে তিনি দেশকে সার্বিক উন্নয়নে সফলতার পরিচয় দিয়ে বিশ্বে সমাদৃত হয়েছেন। কুসংস্কারগোঁড়ামি মুক্ত হয়ে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার রাজনীতিতে শেখ হাসিনার সকল উদ্যোগের সাথে একাত্ম হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গত বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরুর বাসভবন প্রাঙ্গণে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানগড় ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা কুলচুমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন শহারিয়ার, চেয়ারম্যান আ ফ ম মাহবুবু উল হক সিকদার, পুরানগড় ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মাদ এরশাদ, ইউপি সদস্য আবু তাহের, ছাত্রনেতা জিহাদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা
পরবর্তী নিবন্ধনিম্ন আয়ের দুই হাজার মানুষের মাঝে এম. মনজুর আলমের সহায়তা