পুরুষদের ক্রিকেটে র্যাংকিংয়ে অনেক আগেই বিশ্বকাপজয়ী শ্রীলংকাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে। আর শ্রীলংকা আটে। এবার মেয়েদের ক্রিকেটেও শ্রীলংকাকে টপকে গেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ওয়ানডেতে শ্রীলংকাকে টপকে আট নম্বরে উঠে বসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নয় নম্বরে নেমে গেছে শ্রীলংকান নারীরা। এশিয়া কাপ জয়ী বাংলাদেশি নারীদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১। ওদিকে শ্রীলংকার পয়েন্ট কমে হয়েছে ৪৭। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের ওপর সাত নম্বরে আছে এশিয়ার অপর ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ৭৭। ভারত ১২১ পয়েন্ট নিয়ে আগের অবস্থান দুই নম্বরেই আছে। তবে ভারতীয়দের রেটিং পয়েন্ট কমেছে ৪টি। শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া। অসিদের ধারেকাছেও কেউ নেই। তাদের রেটিং পয়েন্ট ১৬০।