নারী কোটা বাতিল, প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে। এটিসহ আরও কিছু পরিবর্তন এনে গতকাল বৃহস্পতিবার নতুন বিধিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; যাতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ৯৩ শতাংশ সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে। খবর বিডিনিউজের।

নতুন বিধিমালায় প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকরা, যা আগে ছিল ৬৫ শতাংশ। বাকি ২০ শতাংশ স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি। পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমেই প্রধান শিক্ষকের পদ পূরণ হবে। আগের বিধিমালায় না থাকলেও নতুনটিতে শরীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বিজি প্রেসের ওয়েবসাইটে নতুন বিধিমালা প্রকাশ করা হয়। এটিকে বলা হচ্ছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসছিল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন