নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পরাজয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

নারী কাবাডি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিকরা। এগ্রুপে উগান্ডাকে ৪২২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা৪৩১৮ পয়েন্টে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে। আগামি দুই দিন বাংলাদেশের খেলা নেই। ২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সে ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লালসবুজদের। ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠন